জাওয়াদের প্রভাবে ডুবে গেছে ফেরিঘাট, ভোগান্তি যাত্রীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১

অডিও শুনুন

সাইক্লোন জাওয়াদের প্রভাবে বরগুনার বড়ইতলা ফেরিঘাট ডুবে গেছে। রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকে দুর্ভোগে পড়েছেন বড়ইতলা-বাইচটকি ফেরিঘাটে আসা যাত্রীরা।

স্থানীয়রা জানান, সকাল থেকে বরগুনায় গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুরের পর থেমে গেছে। বেড়েছে তাপমাত্রাও। তারপরও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বসতবাড়ি তলিয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

এদিকে বঙ্গোপসাগরে মাছ শিকার রত জেলেরা জানিয়েছেন, জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ইতোমধ্যে অনেকে জেলে গুটিয়ে তীরে ফিরে এসেছেন।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে মাছ শিকার করা জেলেদের অনেকেই তীরে ফিরে এসেছেন। যারা সাগরে রয়েছেন তারা নিরাপদ অবস্থান থেকে মাছ শিকার করছেন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মাহতাব হোসেন বলেন, নদীগুলোতে পানি বেড়েছে। তবে এখনো তা বিপদসীমা অতিক্রম করেনি।

বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জাওয়াদ মোকাবিলায় আমরা সতর্ক রয়েছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।