নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এমএম কলেজ কেন্দ্রের ব্যালট


প্রকাশিত: ১২:৪১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫

নির্ধারিত সময়ের আগেই ভোট গণনা করায় যশোর সরকারি এমএম কলেজ কেন্দ্রের ব্যালট পেপার রিটার্নিং নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে ভোট গণনা শুরুর অভিযোগ পেয়ে তিনি যশোর এমএম কলেজ কেন্দ্রে যান। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ওই কেন্দ্রের সব ব্যালট পেপার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এখন এই কেন্দ্রের ব্যাপারে নির্বাচন কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় তিনি ভোট গণনা শুরু করেছিলেন।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।