রূপগঞ্জে সায়বা টেক্সটাইলকে ৪১ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ১২:৪০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকার সায়বা টেক্সটাইল মিলসকে ৪১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে এ জরিমানা করা হয়।

বুধবার পরিবেশ অধিদফতরে কারখানার মালিককে তলব করে শুনানী শেষে অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ. কে. এম. মিজানুর রহমান এ দণ্ড প্রদান করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক শাবরিন সুলতানা জানান, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং ইটিপি নির্মাণাধীন অবস্থায় রেখে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি শীতলক্ষ্যা নদীতে নির্গমন করা হয়। ফলে নদীর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধনের অপরাধে সায়বা টেক্সটাইলকে জরিমানা করা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।