উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা শুরু


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫

পঞ্চগড় পৌরসভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। সকাল ৮ টায় এক যোগে ১৩টি কেন্দ্রের ৯২টি ভোটকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, দিনভর ভোট নিয়ে শহরের সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ। বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা এলাকার চিনিকল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ২৩৩০ ভোটারের মধ্যে ১৮৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। একই সময়ে নতুনবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২৯০৪ জন ভোটারের মধ্যে ২২১৮ জন তাদের ভোটাধিকার প্রদান করেন।

পঞ্চগড় পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাসদ ছাড়াও জামায়াতের একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫ হাজার ৪০০ মহিলা ভোটারসহ মোট ভোটার ৩০ হাজার ৭৭৫ জন।

নির্বাচন রিটার্নিং অফিসার ও অতিরিক্তি জেলা প্রশাসক মো. মাহামুদুল আলম জানান, পঞ্চগড় পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো জাল ভোটের খবর নেই। কাউকে গ্রেফতার করা হয়নি।

সফিকুল আলম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।