মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে কনস্টেবল আহত


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৯ নভেম্বর ২০১৪

মুন্সীগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কানা সুমন (৩২) কে গ্রেফতার করতে গেলে সন্ত্রাসীদের গুলিতে কনস্টেবল জিয়াউর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে শহরের গণকপাড়া এলাকার মিলন ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় সদর থানার ওসি আবুল খায়ের ফকির আহত হয়েছেন। গুলিবিদ্ধ কনস্টেবল জিয়াউর রহমানকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসী সুমন ওরফে কানা সুমন ও সন্ত্রাসী জুয়েল শেখ (৩০) কে আটক করেছে পুলিশ।

জানা যায়, ওসিসহ পুলিশের একটি টিম সুমনকে আটক করতে গেলে সুমনের সন্ত্রাসী বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় কনস্টেবল জিয়াউর গুলিবিদ্ধ হন এবং আহত হন ওসি। পরে পুলিশের আরেকটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯ রাউন্ড কার্তুজ ও সুমনের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে।

সন্ত্রাসী সুমন ওরফে কানা সুমন শহরের মধ্য কোর্টগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে। অপর আটক সন্ত্রাসী জুয়েল শেখ (৩০) একই এলাকার বছির উদ্দিনের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।