লালমনিরহাটে ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন


প্রকাশিত: ১১:৪২ এএম, ১৯ নভেম্বর ২০১৪

কিশোরী গণধর্ষণ মামলার রায়ে ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

বুধবার দুপুরে এ রায় দেন লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী।

সাজাপ্রাপ্তরা আসামিরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার বড় বাসুরিয়া গ্রামের মনসুর আলী (৩০),আসাদুল হক (৩২) ও শাহাজাহান (২৮)।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে বড় বাসুরিয়া গ্রামের কিশোরী (১৪) তার জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় তাকে উঠিয়ে নিয়ে যায় সাজ্জাপ্রাপ্তরা। পরে পাশেই বড় বাসুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী তামাক ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে আসামি মনসুর আলী, আসাদুল হক ও শাহাজাহান।
 
এ ঘটনায় ধর্ষিতার মা পরদিন লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে ওই তিন আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
 
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ জানান, এ রায়ের ফলে বাদীপক্ষ আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।