মেঘনায় নৌকাডুবির ঘটনায় যুবকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় মুসলেম উদ্দীন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুসলেম উদ্দীন সরাইল উপজেলার ছোলাবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে। তবে এখনো পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবদুল হক বিষয়টি নিশ্চত করে জাগো নিউজকে জানান, নৌকাডুবির ঘটনায় ঢাকা থেকে আসা ডুবুরিরা বিকেল ৪টার দিকে মুসলেম উদ্দীনের মরদেহটি উদ্ধার করে। যে স্থানে নৌকাটি ডুবেছিল সেখান থেকেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে সরাইল উপজেলার পানিশ্বরের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবে যায়। এ ঘটনায় ৫ যাত্রী নিখোঁজ ছিলেন।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি