৩টার পর ভোটার কমেছে


প্রকাশিত: ১০:৫৮ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তারাবো ও সোনারগাঁও পৌরসভার নির্বাচনে ৩টার পরপরই ভোটারদের আনাগোনা কমতে থাকলেও চাপ ও উত্তেজনা ছিল প্রার্থীদের মধ্যে। একজন ভোটার আসলেও তাকে নিয়ে দৌড় ঝাপ শুরু করেন তারা। এভাবেই শেষ হয় ভোটগ্রহণ।

মেয়র প্রার্থীর চাইতে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। উট মার্কা নিয়ে কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম বলছেন, মেয়র হতে ভোট বেশি লাগে। তবে ওয়ার্ড কাউন্সিলর হতে বেশি ভোটের দরকার পড়ে না। তাই একটা ভোট নিয়েও রয়েছে চাপ উত্তেজনা। আর এ কারণেই ভোটারদের শেষ মূহুর্তেও চলছে আকর্ষণ করার চেষ্টা।

বিএনপি’র বিদ্রোহী প্রার্থী তারাবো উপজেলার বর্তমান মেয়র শফিকুল ইসলাম জানান, ভোট শেষ। আশা করছি। নির্বাচিত হবো। তবে বিএনপি’র দলীয় প্রার্থী নাছির উদ্দিনের অভিযোগ ভোটই তো সুষ্ঠু হয় নি।

আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হাছিনা গাজী বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে। আশা করছি এবার আমিই নির্বাচিত হবো।

জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।