কুমিল্লায় গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০১ ডিসেম্বর ২০২১
প্রতীকী ছবি

গরুর পচা মাংস বিক্রির দায়ে কুমিল্লা লাকসামে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দৌলতগঞ্জ বাজারের কাসাই বিল্লালের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এ সময় এক মণ পচা মাংস জব্দ করে দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৌলতগঞ্জ বাজারে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকাল ১০টা থেকে বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাসাই বিল্লালের দোকানে পচা মাংসের সন্ধান মেলে। পরে উপজেলা ভেটেরিনারি সার্জন পরীক্ষা করে দেখেন মাংসে পচন ধরেছে। এ ছাড়ও তাদের ফ্রিজ তল্লাশি করে মোট ৪০ কেজি মাংস জব্দ করা হয়। মাংসের কালার সুন্দর দেখাতে এক ধরনের বিশেষ ক্যামিকেল ব্যবহার করেন তারা।

পরে ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিকে না পেয়ে কর্মচারী আবদুল জলিলকে (৬৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাংসের দোকানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সাইন বোর্ড ও চকি নিয়ে যাওয়া হয়।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।