কুড়িগ্রামে ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার দুটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্র দুটি হল উলিপুরের মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্র ও নারিকেল বাড়ি ভোটকেন্দ্র।

এর আগে, উলিপুর পৌরসভা এলাকার নারিকেল বাড়ি কেন্দ্রে  দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। কাউন্সিলর প্রার্থী কয়সার আলী ও নুরুল ইসলাম জুল্লুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার উলিপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম পৌরসভায় ৬৩টি ভোটকেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থােকে ভোটারদের উপস্থিতি।

নাজমুল হোসেন/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।