কুড়িগ্রামে ভোটারদের উপস্থিতি বাড়ছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১২ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

কুড়িগ্রাম জেলার উলিপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম পৌরসভায় ৬৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি। এখন পর্যন্ত কোথাও কোন্ অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

৩টি পৌরসভার ৬৩টি কেন্দ্রের মধ্যে ৪৭টি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহিৃত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এসব পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ ২৫ হাজার ৯৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ৬৩ হাজার ৫২৪জন এবং পুরুষ ভোটার ৬২ হাজার ৪১১ জন।

তিনটি পৌরসভায় মেয়র প্রার্থী ১৫ জন কাউন্সিলর প্রার্থী ১৮৪ জন। এদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুড়িগ্রাম পৌরসভায় সরকারি কলেজ, আলিয়া মাদ্রাসা, কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিভার ভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বেলা ১১টা পর্যন্ত বেশ কিছু কেন্দ্রে প্রায় শতকরা ৩৬ ভাগ ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটারদের মধ্যে অধিকাংশ মহিলা ভোটারদের উপস্থিতির হার ছিল বেশি।

কুড়িগ্রাম পুলিশ সুপার ডা. তবারক উল্লাহ জানান, ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নাজমুল হোসেন/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।