যুবলীগ নেতা আটক অতঃপর...


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

রাজশাহীর তাহেরপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের ভোট দিতে বাধা দেয়ার অভিযোগে ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেলকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকের কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে নূরপুর কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
 
কেন্দ্র সূত্রে জানা যায়, নূরপুর কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী আবু নঈম মো. সামসুর রহমান মিন্টুর ভোটার ও সমর্থকরা অভিযোগ করেছেন, নূরপুর কেন্দ্রে ভোট দিতে যেতে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বাধা দিচ্ছেন। ভোটকেন্দ্রের আশাপাশে কিছুদূর পরপর চার থেকে পাঁচজন করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের সমর্থকরা অবস্থান নিয়ে এমন বাধা দিচ্ছেন।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী আবু নঈম মো. সামসুর রহমান মিন্টুকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাজশাহীর তাহেরপুর পৌরসভায় তিন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, বিএনপি মনোনীত প্রার্থী আবু নঈম মো. সামসুর রহমান মিন্টু এবং স্বতন্ত্র প্রার্থী নওশাদ আলম। পৌরসভায় কাউন্সিলর পদে ২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
তাহেরপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৪২ এবং নারী ৬ হাজার ৪৬১জন। তাহেরপুরের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি।

রাশেদ রিন্টু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।