দুই ভাইয়ের জালে ধরা পড়লো ৪০ কেজির বাঘাইড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২২ নভেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে জেলেদের জালে ৪০ কেজির বাঘাইড় ধরা পড়েছে। রোববার (২১ নভেম্বর) দিনগত গভীর রাতে পৌর এলাকার খালঘাটে নাসির হালদার ও তার ভাই জাইনুদ্দিন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

সোমবার (২২ নভেম্বর) সকালে পৌর এলাকার নিউমার্কেট মাছপট্টিতে ৩১ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

jagonews24

নাসির হালদার ও তার ভাই জাইনুদ্দিন হালদার বলেন, ‌‌‘রোববার রাত আড়াইটার দিকে আমরা নদীতে জাল ফেলি। সাধারণত একবার জাল ফেললে দেড় ঘণ্টা সময় লাগে জাল ওঠাতে। কিন্তু কাল জাল ফেলার আধাঘণ্টার মধ্যেই মাছটি জালে আটকে যায়। পরে আমরা ব্যাপারটি বুঝতে পেরে আধাঘণ্টা পর জাল তুলে দেখি অনেক বড় বাঘাইড় মাছ। মাছটি সকালে মকবুল ফিশ ট্রেডার্সে ৩১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।’

মকবুল ফিশ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হক বলেন, বিশাল এ মাছটি বিক্রির জন্য নিয়ে এলে ৩১ হাজার ৫০০ টাকায় কিনে নেই। পরে কেটে কেটে ১১০০ টাকা কেজি দরে ৪৪ হাজারে বিক্রি করেছি।

সোহান মাহমুদ/এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।