ভাবির গায়ে গরম পানি ছুড়ে গ্রেফতার দেবর-জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:২০ এএম, ২১ নভেম্বর ২০২১

ফেনীর দাগনভূঞায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর গায়ে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগে দেবর ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের গুড়া কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর ছন্ডিপুর গ্রামের গুড়া কাজী বাড়ীর সিরাজ উল্লাহর ছেলেদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে দুপুরের দিকে রান্নাঘরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। একপর্যায়ে শহীদ উল্লাহর স্ত্রীকে গরম পানি ছুড়ে মারেন আহসান উল্লাহ খোকন ও তার স্ত্রী । প্রতিবেশীরা এসে রাবেয়াকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবাইয়াত বিন করিম জানান, গৃহবধূর শরীরের বেশকিছু অংশ গরম পানিতে ঝলসে গেছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, গৃহবধূকে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার ঘটনায় ভুক্তভোগীর স্বামী শহীদ উল্লাহ থানায় মামলা করেছেন। এ ঘটনায় দেবর আহসান উল্লাহ খোকন ও তার স্ত্রী রোকসানা আক্তার সুইটিকে গ্রেফতার করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।