বনে ফিরে গেলো ফাঁদে ধরা পড়া মেছোবাঘটি
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকা থেকে উদ্ধার করা একটি মেছোবাঘ বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
শনিবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন বনে মেছোবাঘটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মেছোবাঘটি উদ্ধার করা হয়। মানুষের পাতা ফাঁদে এটি ধরা পড়ে। মেছোবাঘটির বয়স দুই বছরের মতো।
কলাপাড়া উপজেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুস সালাম বলেন, রাতে পৌর শহরের বাদুতরতলী এলাকায় একটি বাড়িতে পেতে রাখা ফাঁদে মেছোবাঘটি ধরা পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে সেটি উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সেটি বনে অবমুক্ত করা হয়।
আসাদুজ্জামান মিরাজ/ইউএইচ/জেআইএম