একশ কেজি জাটকা ফেলে পালালেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০১:২২ পিএম, ২০ নভেম্বর ২০২১

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজার থেকে একশ কেজি জাটকা জব্দ করা হয়েছে। তবে অভিযান টের পেয়ে মাছের মালিক আগেই সেখান থেকে সটকে পড়েন।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা মৎস্য অধিদফতরের সদস্যরা এ অভিযান চালান।

jatka

স্থানীয়রা জানান, উপজেলার মাহিলাড়া গ্রামের বিপুল দাস সকালে জাটকা বিক্রির জন্য গৈলা বাজারে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর মৎস্য অধিদফতরের সদস্যরা বাজারে অভিযান চালান। মৎস্য অধিদফতরের লোকজন দেখে জাটকা ফেলে পালিয়ে যান বিপুল দাস।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গৈলা বাজারে অভিযান পরিচালনা করে একশ কেজি জাটকা জব্দ করা হয়। তবে মাছের মালিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর নির্দেশে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সাইফ আমীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।