যৌন হয়রানির অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১৮ নভেম্বর ২০২১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় যৌন হয়রানির অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে  বাঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘারপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে বুদ্ধিপ্রতিবন্ধী ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিলেন। গত ৭ নভেম্বর ওই স্কুলের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ওই কিশোরী উপস্থিত ছিল। অনুষ্ঠান শেষ করে বিকেলে সে বাড়ি ফিরছিল। পথে তার সঙ্গে দেখা হয় রফিকুল ইসলামের সহযোগী শাহিনুর রহমানের (৩৮)। শাহিনুর তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার মোটরসাইকেলে তুলে নিয়ে ভিন্ন পথ ঘুরে স্কুলের পরিত্যক্ত ঘরের সামনে নামিয়ে দেন।

এসময় রফিকুল এসে ওই শিক্ষার্থীকে কৌশলে স্কুলের পরিত্যক্ত ঘরে নিয়ে যৌন নির্যাতন করেন। তখন কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রফিকুল ও তার সহযোগী শাহিনুর পালিয়ে যান। পরেরদিন শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৮ নভেম্বর রফিকুল ইসলাম ও শাহিনুর রহমানকে আসামি করে মামলা করেন। বৃহস্পতিবার সকালে ওই কিশোরী পরিবারের সদস্যদের অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
 
এ ব্যাপারে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে আসামি পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাশেদুজ্জামান/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।