বিদ্রোহী প্রার্থী হওয়ায় নীলফামারীতে ৫ যুবলীগ নেতা বহিষ্কার
নীলফামারীতে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার পাঁচ যুবলীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃতরা হলেন- জলঢাকা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির খান, উপজেলা কমিটির সদস্য সাদেকুল সিদ্দিকী সাদেক, কাঠাঁলি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক লালবাবু রায় নির্মল এবং কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য রোকনুজ্জামান মিতু ও বড়ভিটা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জগলুল হায়দার।
শাহিদ মাহমুদ আরও জানান, গত ১৩ নভেম্বর জেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীরা বিদ্রোহীদের বহিষ্কারে মত দেন। এরপরও আমরা কেন্দ্র এবং জেলা হতে বিদ্রোহীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাই। কিন্তু তারা সরে আসেনি। ফলে বাধ্য হয়ে তাদের বহিষ্কার করা হয়েছে।
আরএইচ/জেআইএম