ওসির নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে ফোন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৮ নভেম্বর ২০২১

আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির প্রতারকচক্র। টার্গেট করা হচ্ছে ইউপি নির্বাচনের চেয়ারম্যান বা কোনো মেম্বার প্রার্থীকে। এরপর গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির মোবাইল নম্বর ক্লোন করে প্রার্থীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার সরকারি নম্বর ক্লোন করে প্রতারক চক্রটি। নম্বরটি থেকে এলাঙ্গী ইউনিয়নের আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী এম এ তারেক হেলাল, নিমগাছী ইউনিয়নের ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আজাহার আলী পাইকার ও মথুরাপুর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী হাসান আহমেদ জেমসসহ বেশ কয়েক জন প্রার্থীকে ফোন করে অর্থ দাবি করে।

এ নিয়ে প্রার্থীরা ধুনট থানায় যোগাযোগ করলে ওসির নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে ধুনট থানার ফেসবুক পেজে ওসির নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি জানানো হয় এবং সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়। তবে এর আগেও প্রতারক চক্রটি শেরপুর থানার ওসির নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা দাবি করেছিল।

এ বিষয়ে ধুনটের এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এমএ তারেক হেলাল জাগো নিউজকে বলেন, সকাল পৌনে ৯টার দিকে ওসির নম্বর থেকে তাকে ফোন করা হয়। কিন্তু কণ্ঠ চেনার আগেই ফোনটি কেটে দেয় প্রতারক চক্রটি। পরবর্তীতে ওই নম্বরে ফোন দিলেও রিসিভ হয়নি।

মথুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাসান আহমেদ জেমস মল্লিক জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওসির নম্বর থেকে ফোন আসে। কিন্তু তার কথা বুঝে ওঠার আগেই ফোনটি কেটে দেয়। পরবর্তীতে থানার পরিদর্শকের নম্বরে ফোন দিয়ে ক্লোন হওয়ার বিষয়টি জানতে পারি।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জাগো নিউজকে বলেন, ওসি ছুটিতে থাকায় সরকারি ফোন নম্বরটি আমার কাছে আছে। কিন্তু আমি ঘুম থেকে উঠেই প্রার্থীদের ফোন পেয়ে বিষয়টি জানতে পারি। পরে ওসির সরকারি নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত হই। এ ব্যাপারে সতর্ক থাকতে ফেসবুকে সচেতনতামূলক পোস্ট দিয়েছি এবং ওসির সরকারি নম্বর থেকে ফোন আসলে আমার নম্বরে যোগাযোগের জন্য বলেছি। এছাড়া ওসির নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সাইবার ক্রাইম ইউনিটকে অবগত করা হয়েছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।