চুয়াডাঙায় ৩ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

চুয়াডাঙার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আ.লীগ সমর্থিত ৩ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত। সোমবার রাতে তাদের এ জরিমানা করা হয়।

দণ্ডিতরা হলেন- ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম, শামিম হাসান ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম। এদের প্রত্যেককে ১ হাজার ৫শ টাকা করে জরিমানা করা হয়।

জানা গেছে, সোমবার রাতে দর্শনা পৌরসভা নির্বাচনী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে করে প্রচারণার অভিযোগে এই অর্থদণ্ড করেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম।

সালাউদ্দিন কাজল/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।