ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৭ নভেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়ার অপকর্ম তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযোগ গ্রহণ করা হয়। ওই অভিযোগে উপজেলা আওয়ামী লীগ, ইউপি মেম্বার, ইউপি ও ওয়ার্ড আওয়ামী লীগের ৪৮ জন স্বাক্ষর করেন।

লিখিত অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন। ২০২০ সালে করোনা মহামারির প্রথম দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই হাজার টাকা করে প্রদান করা হয়। সেই সময় জামাল উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে মোবাইল ব্যাংকিংয়ের তালিকায় অনিয়ম প্রমাণিত হওয়ায় জামাল উদ্দিন ভূঁইয়াকে বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে তিনি উচ্চ আদালতে আপিল করলে বহিষ্কারাদেশ স্থগিত হয়। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও মাদক সেবনের ছবি ভাইরাল হয়।

jagonews24

আরও উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে ইউনিয়নের আট মেম্বার স্বেচ্ছাচারিতার অভিযোগ করে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এছাড়া ২০১৮ সালে প্রকাশিত মাদকের তালিকায় জামাল উদ্দিন ভূঁইয়াকে শীর্ষ মাদক কারবারি হিসেবে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি করা হয়।

অভিযোগ অস্বীকার করে বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, উচ্চ আদালতের রায়ে আমি স্বপদে বহাল আছি। আমার ছবি এডিট করে ফেসবুকে দেওয়া হয়েছিল। এ ঘটনায় মামলা চলমান।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হানিফ মিয়া জানান, জামাল চেয়ারম্যানের সব অপকর্মের প্রমাণসহ দাখিল করেছি। তার মাদকসেবনের ছবিও দেওয়া হয়েছে। আশা করছি প্রধানমন্ত্রী বিষ্ণুপুর ইউনিয়নবাসীকে তার অপকর্ম থেকে পরিত্রাণ দিতে উদ্যোগ নেবেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।