৫০ বছর পরও মানুষ অনাহারে: জাফরুল্লাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৭ নভেম্বর ২০২১

প্রয়াত মজলুম জননেতা মওলানা ভাসানীকে উদ্দেশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ আমরা তোমাকে স্মরণ করতে আসিনি। তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ১৯৭২ সালে তুমি বলেছিলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। দুর্ভাগ্য, ৫০ বছর পরও আজ মানুষ অনাহারে আছে, পুষ্টিহীনতায় ভুগছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে মাজারে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আজ আমি প্রত্যাশা করেছিলাম আপনি নিজে এই মাজারে আসবেন। যদি দুই সপ্তাহ পৃথিবী ভ্রমণ করতে পারেন তাহলে ১০ মিনিটের জন্য হেলিকপ্টারে করে এখানে আসতে পারতেন। ভাসানীর দোয়া নিতে পারতেন। আপনার পিতা বিপদের সময় মওলানার পায়ের তলে এসে বসতেন। আজ আপনার সময় এসেছে এই মাজারে এসে তার কাছ থেকে দোয়া নেওয়ার। তা নাহলে আপনি যে কত বড় বিপদে আছেন বুঝতে পারছেন না।’

দুপুরে জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা ভাসানীর মাজারে পৌঁছেন। তারা মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য হাসনাত কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।