মা হলো ধর্ষণের শিকার স্কুলছাত্রী, বিয়ের প্রতিশ্রুতি যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৬ নভেম্বর ২০২১

বরগুনার আমতলীতে ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দিয়েছে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম দেয় ওই কিশোরী। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্ত যুবক।

কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, এক বছর আগে একই ইউনিয়নের বেল্লাল শিকদারের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন বেল্লাল। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি সে পরিবার কাছে গোপন রাখে। সোমবার সকালে প্রসব বেদনা শুরু হলে তার মা গোপনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। দুপুরের দিকে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ওই কিশোরী।

বিজ্ঞাপন

কিশোরীর মা বলেন, ‘ওর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি অনেক পরে জেনেছি। তখন কিছুই করার ছিল না। এখন অভিযুক্ত যুবক আমার মেয়েকে বিয়ে করবে বলে জানিয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ঝন্টু তালুকদার বিষয়টি স্বীকার করে বলেন, উভয় পরিবার যদি রাজি থাকে তাহলে সামাজিকভাবে বিয়ের ব্যবস্থা করা যেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা শারমিন বলেন, হাসপাতালে ভর্তি হওয়া স্কুলপড়ুয়া কিশোরী একটি কন্যান্তানের জন্ম দিয়েছে। মা ও সন্তান দুজনই সুস্থ আছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।