সরকারি গুদাম থেকে পাচারকালে ৪০ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৬ নভেম্বর ২০২১

খুলনার ফুলতলা সরকারি খাদ্যগুদাম থেকে নওয়াপাড়ায় পাচারকালে ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনা-যশোর মহাসড়কের যুগ্নিপাশা বাসস্ট্যান্ড এলাকা থেকে চালগুলো জব্দ করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, স্থানীয়দের হাতে জব্দ ৫০ কেজি ওজনের ৪০ বস্তা চাল থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা। পুলিশি জিজ্ঞাসাবাদে নছিমনচালক শহিদুল জমাদ্দার (৩৫) বলেন, গুদাম প্রহরী মোজাম্মেল তাকে নওয়াপড়ার আল-আমিনের গোডাউনে চালগুলো পৌঁছে দেওয়ার জন্য ভাড়া করেন। এসময় আরও চাল অন্য নছিমনে করে চলে যায়।

গোডাউনের কুলি আয়ুব আলী (৪০) বলেন, ফুলতলা ইউনিয়নে ভিজিডির চাল পাঠানোর কথা বলে খাদ্য গুদাম প্রহরী মোজাম্মেলের নির্দেশনায় লেবার দিয়ে নছিমনে চাল লোড দেওয়া হয়।

অপরদিকে গোডাউন প্রহরী মোজাম্মেল বলেন, ফুলতলা ইউনিয়নের বস্তাপ্রতি ৩০ কেজি হিসাবে ৫১২ বস্তা ভিজিডি চাল লোড দেওয়ার কথা ছিল। কিন্তু প্লাস্টিকের বস্তায় দুই টন চাল কীভাবে পাচার হয়েছে সেটি আমার জানা নেই।

এদিকে পূর্ব নির্ধারিত ভিজিডির ৫১২ বস্তা চাল পাওয়া গেছে বলে ফুলতলা ইউনিয়ন পরিষদের সচিব তানভীন ডলি জানিয়েছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে গুদামের জনৈক লেবার জানান, একদিকে চাল সংগ্রহের মৌসুমে মিলারদের কাছ থেকে মনপ্রতি দেড় থেকে দুই কেজি চাল বেশি নেওয়া হয়। বিভিন্ন প্রকল্পের চাল ডেলিভারি দেওয়ার সময় কিছু চাল কম দিয়ে মজুদ করে রাখা হয়। পরে কৌশলে মজুদ ওই চাল গোপনে পাচার করা হয়।
এ ব্যাপারে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, গোডাউনে আমদানিকৃত প্লাস্টিকের বস্তাপ্রতি ৫০ কেজি চালের লট গত মাসেই শেষ হয়েছে। তাছাড়া গোডাউনে স্টক সঠিক রয়েছে।

আলমগীর হান্নান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।