মানিকগঞ্জে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনলেন স্বতন্ত্র প্রার্থী। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম অভিযোগ করেন আচরণবিধির ভঙ্গের বিষয়টি জানানো হলেও, রিটার্নিং অফিসার কোনো ব্যবস্থা নেননি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রোববার রাতে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. রমজান আলী কাটাখালি ব্রিজ এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে চার ঘণ্টাব্যাপী সমাবেশ করেন। এসময় যানবাহন চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়।
বিষয়টি জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হলেও সামন্যতম পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান গাজী কামরুল হুদা সেলিম।
বি.এম খোরশেদ/এমজেড/পিআর