প্রবেশমুখে ট্রাক বিকল, হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বিরামপুর (দিনাজপুর)
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৫ নভেম্বর ২০২১

ভারত থেকে আমদানির পাথরবোঝাই একটি ট্রাক প্রবেশমুখে বিকল হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে।

সোমবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হিলির জিরো পয়েন্ট এলাকায় আমদানি শুরুর কিছুক্ষণ পরেই গাড়িটি বিকল হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, ভারত থেকে একটি পাথরবোঝাই ট্রাক জিরো পয়েন্ট এলাকা দিয়ে হিলি বন্দরে প্রবেশমুখে বিকল হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ে। এখনো আমদানি-রপ্তানি বন্ধ আছে।

তিনি আরও বলেন, আমদানি-রপ্তানির জন্য রাস্তাটি একমুখী হওয়ায় প্রতিনিয়তই এ ধরনের সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।