পাথরঘাটায় হরিণের চামড়া-মাংস জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৫ নভেম্বর ২০২১

বরগুনার পাথরঘাটায় হরিণঘাটা খালপাড় থেকে সাতটি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরলাঠিমারা এলাকার থেকে এগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার জানান, সুন্দরবন এলাকা থেকে হরিণ শিকারের সঙ্গে জড়িত চোরাকারবারিরা একটি বড় চালান নিয়ে উপকূলীয় এলাকায় প্রবেশ করতে যাচ্ছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পরে রাত ১১টার দিকে হরিণঘাটা খালের পাড় থেকে সাতটি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধার হরিণের মাংস ও চামড়া পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।