যশোরে ৪ মাদককারবারি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৪ নভেম্বর ২০২১

যশোরের শার্শায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতে ও রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের ছবদার আলী মোড়লের স্ত্রী রহিলা খাতুন (৫৫), শার্শা উপজেলার বাগুড়ী মাঠপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে মুনসুর আলী (৩৩), একই উপজেলার রাড়ীপুকুর গ্রামের রুস্তম আলীর ছেলে বাবু হোসেন (৩১) এবং রাড়ীপুকুর গ্রামের পঞ্চাই সরদারের ছেলে আমজেদ সরদার (৪৬)।

বিজ্ঞাপন

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবির একটি টিম শার্শা থানার নাভারন কলেজে গেটের সামনে অভিযান চালিয়ে রহিলা খাতুন (৫৫) নামের মাদককারবারিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরেক অভিযানে বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে মুনসুর আলী ও বাবু হোসেনকে ২০০ ইয়াবাসহ আটক করা হয়।

অন্য এক অভিযানে রাড়ীপুকুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে আমজেদ সরদারকে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. জামাল হোসেন/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।