নিখোঁজের একদিন পর সিমেন্টের বস্তায় মিললো শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৪ নভেম্বর ২০২১
ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ২২ মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) সকালে উপজেলার বেতেগা গ্রাম থেকে অনন্যা দেব নামে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের ভবতোষ দেবের মেয়ে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে বাড়ির পাশের টিউবওয়েলের কাছে সিমেন্টের বস্তায় মোড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শিশুটিকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নূর মোহাম্মদ/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।