ফরিদপুরে পাটকলে হামলা-ভাঙচুর, আটক ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৩ নভেম্বর ২০২১

ফরিদপুরের মধুখালীতে দাহমাসি পাটকলে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ভাঙচুরে জড়িত ১৩ জনকে আটক করেছে।

পাটকলের মহাব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক অভিযোগ করেছেন, পাটকলে অংশীদার মৃধা মনিরুজ্জামানের ছোট ভাই মৃধা বদিউজ্জামান বাবলুর নেতৃত্বে কয়েকশ লোকজন শনিবার সকালে হঠাৎ পাটকলে প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তাদেরকে বাধা দেওয়ার ফটকের প্রহরীদের মারধর শুরু করে। পরে তার ভেতরে প্রবেশ করে পাটকলে হামলা ও ভাঙচুর চালায়। তাদের হামলায় পাটকলের অন্তত ১৩ জন আহত হয়েছেন।

তবে হামলাকারীদের দাবি, তারা মূলত পাট ব্যবসায়ী। পাটকলে কাঁচা পাট সরবরাহ করে থাকেন। পাটকল কতৃপক্ষের কাছে তাদের পাওনা রয়েছে। সেই টাকা চাইতে গেলে পাটকলের লোকজন তাদের ওপর হামলা করে। এতে একজন পাট ব্যবসায়ী আহত হয়েছেন।

ফরিদপুরে পাটকলে হামলা-ভাংচুর, আটক ১৩

আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ‘যদি কেউ পাটকল কর্তৃপক্ষের কাছে টাকা পেয়ে থাকেন, তবে সেটা চাইতেই পানে। তবে একটি শিল্পপ্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর চালানো প্রত্যাশিত নয়।’

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘খবরে পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।’

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃধা বদিউজ্জামান বাবলুসহ ১৩ জন ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপে নেওয়া হবে।’

এন কে বি নয়ন/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।