বিষপানে বেঁচে গেলেও গলায় ফাঁসে মারাই গেলেন নিপা
ময়মনসিংহের নান্দাইলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নিপা আক্তার (৪৫) নামে এক বিধবা।
শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে পৌর শহরের ঝালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নিপা আক্তার ওই এলাকার মৃত শাহীন ভূঁইয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, নিপা আক্তার খুবই শান্ত স্বভাবের ছিলেন। প্রতিবেশীদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। তার স্বামী প্রায় তিন বছর আগে মারা যান। তখন থেকেই নিপা আক্তার মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে একবার বিষপান করেছিলেন। তখন পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে ওঠেন।
ঘটনার দিন বিকেলে পরিবারের সবার অজান্তে রান্না ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তার মেয়ে রান্না ঘরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। এ সময় বাড়ির লোকজন এসে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
মঞ্জুরুল ইসলাম/এসজে/জেআইএম