কক্সবাজারের ২১ ইউপির ১১টিতে নৌকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১২ নভেম্বর ২০২১
ফাইল ছবি

কক্সবাজারের সদর, রামু ও উখিয়ার ২১ ইউপির মধ্যে নৌকা জয় পেয়েছে ১১টিতে। বাকিগুলোর মধ্যে বিদ্রোহী ৬ ও ২ স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

সদর
পাঁচ ইউপির মধ্যে ঝিলংজায় টিপু সুলতান (নৌকা), ভারুয়াখালীতে কামাল উদ্দিন (নৌকা) ও চৌফলদন্ডীতে মুজিবুর রহমান (নৌকা) বিজয়ী হয়েছেন। এছাড়াও পিএমখালীতে মোহাম্মদ আব্দুল্লাহ (আনারস) নির্বাচিত হয়েছে। খুরুশকুলে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ফল ঘোষণা করা হয়নি।

রামু
১১ ইউপির মধ্যে চাকমারকুলে নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়ায় মুজিবুর রহমান বাবুল, জোয়ারিয়ানালায় কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স, দক্ষিণ মিঠাছড়িতে খোদেসতা রীণা নৌকা নিয়ে নির্বাটচিত হয়েছে।

এছাড়া খুনিয়াপালংয়ে আবদুল হক কোম্পানী, ফতেখাঁরকুলে সিরাজুল ইসলাম ভূট্টো, রাজারকুলে মুফিজুর রহমান, ঈদগড়ে ফিরোজ আহমদ ভুট্টো, কচ্ছপিয়ায় আবু মোহাম্মদ ইসমাঈল নোমান, কাউয়ারখোপে শামসুল আলম ও রশিদনগরে এম ডি শাহ আলম নির্বাচিত হয়েছেন। তারা সবাই বিদ্রোহী প্রার্থী ছিলেন।

উখিয়া
জালিয়াপালংয়ে ছৈয়দ আলম (নৌকা), রত্নাপালংয়ে নূরুল হুদা (নৌকা) নির্বাচিত হয়েছেন। এছাড়া হলদিয়াপালংয়ে ইমরুল কায়েস চৌধুরী (ঘোড়া) প্রতীক নিয়ে ৭ হাজার ৭১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর প্রতিদ্বন্ধি নৌকা প্রতীকের অধ্যক্ষ শাহ আলম ৭ হাজার ২৪৮ ভোট পেয়েছেন। তবে ১টি কেন্দ্র স্থগিত রয়েছে। সেখানে নৌকা সমর্থক ভোটার বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

উখিয়ার ৪নং রাজাপালংয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী (নৌকা), পালংখালীতে এম গফুর উদ্দিন চৌধুরী (ঘোড়া) নির্বাচিত হয়েছেন।

সায়ীদ আলমগীর/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।