আখাউড়ায় বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকাল থেকে ১২ বিজিবি ব্যাটালিয়নের এক প্লাটুন সদস্য আখাউড়া পৌর এলাকায় দায়িত্ব পালন করছেন।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আখাউড়া পৌরসভাধীন এলাকায় এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর চতুর্থবারের মতো আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৌরসভার মোট ভোটার সংখ্য ২৪ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪৫৮ জন এবং নারী ভোটার ১২ হাজার ৪৯২ জন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।