খাগড়াছড়ির ১০ ইউনিয়নের আটটিতেই নৌকা জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১২ নভেম্বর ২০২১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার দশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার আট, বিদ্রোহী এক ও একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনভর নির্বাচন শেষে রিটার্নিং অফিসাররা বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে নৌকার প্রার্থী মো. পেয়ার আহাম্মদ মজুমদার, আমতলীতে মো. আবদুল গণি, গোমতিতে মো. তফাজ্জল হোসেন, বেলছড়িতে রহমত উল্লাহ, মাটিরাঙায় হেমেন্দ্র ত্রিপুরা নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলার তবলছড়িতে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম ভূইয়া, বড়নালে বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াছ নির্বাচিত হয়েছেন।

UP-Election2

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে, গুইমারা উপজেলার গুইমারা সদরে নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্ধুকছড়িতে রেদাক মারমা ও হাফছড়িতে মংশে চৌধূরী নির্বাচিত হয়েছেন। তারা সবাই নৌকার প্রার্থী ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।