ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১২ নভেম্বর ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) গভীররাতে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. সাইফুল ইসলাম গ্রামের মো. মজিবুল হকের ছেলে।

শুক্রবার (১২ নভেম্বর) নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে সেনবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করছে।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাইফুল ইসলাম হাত জাল নিয়ে জমিতে মাছ ধরতে যায়। এ সময় জমির মালিক ইঁদুর মারার জন্য গুনাতারে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। ধারণা করা হচ্ছে, সেই তারে জড়িয়ে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। এদিকে রাতে ফিরে না আসায় সকালে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ধানক্ষেত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।