দৌলতদিয়ায় ট্রলার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:২১ পিএম, ১২ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে পড়ে জমির হোসেন (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্রলার থেকে বস্তা নামাতে গিয়ে নদীতে পড়ে যান তিনি।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে দৌলতদিয়ার সিদ্দিক কাজী পাড়ার ৩নং ফেরি ঘাট সংলগ্ন মসজিদের পাশে এ ঘটনা ঘটে। জমির হোসেন গোয়ালন্দের কিয়ামউদ্দিন মোল্লা পাড়ার হাচেন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ভোর থেকে ওই স্থানে ঢালার চরের চুন্ন মাঝির ট্রলার (কাওসার পরিবহন) থেকে কয়েকজন শ্রমিক ভুসিমাল (কুড়া) নামানোর কাজ করছিলেন। ওই সময় জমির হোসেন বস্তা নামানোর জন্য ট্রলারে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর সকাল ৮টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবরি দল মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির এসআই সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।