পটুয়াখালীতে ইভিএম ছিনতাই, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:১৯ পিএম, ১১ নভেম্বর ২০২১
ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর গলাচিপায় পানপট্টি ইউনিয়নে কাজিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ইলিকট্রনিক ব্যালটের ডিভাইস ছিনতাই করেছে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা। বৃস্পতিবার (১১ নভেম্বর) ভোট গণনার পর ফলাফল প্রকাশের পরপরই এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ইভিএম ছিনতাই হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বরাত দিয়ে খান আবি শাহানুর খান বলেন, ভোট গণনা ও ফলাফল প্রকাশের পর কর্মকর্তারা সব গুছিয়ে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন ফুটবল এবং মোরগ মার্কার সাধারণ সদস্যের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে ইভিএমের একটি বাক্স ছিনতাই করে নিয়ে যায়। এর মধ্যে ৮টি ইলেকট্রনিক ব্যালটের ডিভাইস ছিল।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এখন পর্যন্ত ছিনতাই হওয়া সরঞ্জামাদি উদ্ধার হয়নি। উদ্ধারের জন্য জোর অভিযান চলছে।

আব্দুস সালাম আরিফ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।