কুমিল্লায় প্রকাশ্যে শিয়াল জবাই করে মাংস বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১১ নভেম্বর ২০২১
ফাইল ছবি

কুমিল্লার লাকসামে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকে মাংস বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম থেকে দুই যুবক লাকসাম রেললাইন এলাকায় একটি শিয়াল বিক্রি করতে আসেন। খবর পেয়ে পৌর এলাকার বাসিন্দা সাইফুল, মরণ ও লিটনসহ কয়েক যুবক তাদের কাছ থেকে দেড় হাজার টাকায় শিয়ালটি কিনে নেন।

এরপর বিকেলে রাজঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় শিয়ালটি জবাই করে রেললাইনের ওপর ১০০ গ্রাম ওজনের ভাগ বসিয়ে বিক্রি শুরু করেন। প্রতি ভাগ মাংসের দাম রাখা হয় ১০০ টাকা। সন্ধ্যার পর থেকে মাংস বিক্রির দুই মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ বলেন, বন্যপ্রাণী জবাই করা আইনত অপরাধ। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে বিষয়টি তদন্ত করা হবে।

জাহিদ পাটোয়ারী/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।