ছাতকে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১১ নভেম্বর ২০২১

সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো.আশরাফুল আলমের সর্মথকরা কেন্দ্র দখল করলে দলীয় মনোনীত প্রার্থী (নৌকা) অদুদ আলম সমর্থকদের মধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। আহত পুলিশ সদস্য হলেন- উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন।

শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের সামনে দুই পক্ষের সংঘর্ষে হলে আমি তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেই। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না।

লিপসন আহমেদ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।