১৫ ইউনিয়নে প্রার্থী ৭৩ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১০ নভেম্বর ২০২১

দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের তিন উপজেলার ১৫টি ইউনিয়নে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। এরই মধ্যে নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, দেলদুয়ার, ধনবাড়ি ও সখীপুর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেলদুয়ারের সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০জন, ধনবাড়ির সাতটি ইউনিয়নে ২১ জন ও সখীপুরের চারটি ইউনিয়নে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ধনবাড়ি উপজেলার বীরতারা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে ১৭২টি ভোট কেন্দ্রে ১ লাখ ৯৪ হাজার ৩৫৩ পুরুষ এবং ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়া জেলার দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন একমাত্র নারী প্রার্থী দেওয়ান তাহমিনা হক। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহীসহ আটজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপির কোনো দলীয় প্রার্থী নেই। তবে বেশ কিছু এলাকায় বিএনপির অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জাগো নিউজকে বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ওই ইউপিগুলোতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সদস্য পদে হবে।

আরিফ উর রহমান টগর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।