এক পাঙ্গাশই ২১ হাজার টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৯ নভেম্বর ২০২১

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের পাঙ্গাশ। শামসু বেপারী নামের সদর বাজারের এক মাছ ব্যবসায়ী ২১ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর সংলগ্ন পদ্মা নদীতে শেরজান মোল্লা (৬০) নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাসিন্দা শেরজান মোল্লা বলেন, তারা মোট আটজন মিলে পদ্মা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে জালে মাছটি আটকা পড়ে। সকালে চরভদ্রাসন সদর বাজারের রফিক খানের আড়তে আনলে শামসু বেপারী নামের একজন ২১ হাজার টাকায় মাছটি কিনে নেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানভির হোসেন বলেন, সম্প্রতি পদ্মা নদীতে প্রায়ই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে, যা বিগত বেশ কয়েক বছর দেখা যায়নি। নদীতে আরও বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।