ট্রলার নোঙর করতে গিয়ে সাগরে পড়ে প্রাণ গেলো জেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১১:৫১ এএম, ০৭ নভেম্বর ২০২১
ফাইল ছবি

বঙ্গোপসাগরের গভীরে ট্রলার নোঙর করার সময় পায়ে রশি পেঁচিয়ে পানিতে পড়ে পরিমল মিস্ত্রি (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সুন্দরবন থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বাদুরতলা গ্রামের আহমদ মিস্ত্রির ট্রলারে করে সাগরে মাছ ধরছিলেন জেলেরা। সন্ধ্যার পরে ট্রলারটি নোঙর করার সময় পরিমল মিস্ত্রির পায়ে রশি পেঁচালে তিনি সাগরে পড়ে যান। অন্য জেলেরা রশি ধরে টেনে পরিমলকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পুলিশ রাতেই মরদেহটি থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।