শ্বশুরের বিপক্ষে জামাই, ভাইয়ের বিপক্ষে প্রার্থী ভাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ০৬ নভেম্বর ২০২১
ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে শ্বশুরের বিপক্ষে জামাই ও ভাইয়ের বিপক্ষে ভাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মেয়ের জামাই আরিফুর রহমানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নাজমুল কাদির শিপন।

আলেফ বাদশা ও তার মেয়ের জামাই আরিফুর রহমান জানান, জনগণের ওপর আস্থা রেখে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।

অন্যদিকে মথুরাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার আপন ছোট ভাই মাহফুজার রহমানও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হাসান আহম্মেদ জেমস।

দুই ভাই মাহবুবুর রহমান ও মাহফুজার রহমান জানান, তারা ভেবে চিন্তেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ সরে দাঁড়াবেন না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী বলেন, ২৮ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬০ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ নভেম্বর পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

লিমন বাসার/ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।