কুমিল্লায় চেয়ারম্যান পদে বাবার প্রতিদ্বন্দ্বী ছেলে
কুমিল্লার বরুড়ায় চেয়ারম্যান প্রার্থী বাবার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন ছেলে। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তারা একে অপরের বিপক্ষে লড়বেন।
দুই প্রার্থী হলেন- লক্ষ্মীপুর ইউনিয়ন উপদেষ্টা কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম ও তার ছেলে আব্দুর রাজ্জাক।
খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছেন। শেষ বয়সে এসে দলীয় মনোনয়ন চেয়েছেন। দলীয় সমর্থন না পেয়ে হতাশ হয়ে তিনি ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ ইউনিয়ন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইল আব্দুর রাজ্জাক বলেন, আমি ৩০ বছর ধরে দলের জন্য সক্রিয়ভাবে কাজ করছি। কত মামলা-হামলার শিকার হয়েছি। কিন্তু আমাদের মনোনয়ন না দিয়ে নতুন একজনকে দিয়েছে দল। তাই আমি ও বাবা স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ইতোমধ্যে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাবা-ছেলের মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ে বৈধতা পাওয়া গেছে।
জাহিদ পাটোয়ারী/বিএ/জিকেএস