পাবনায় সাংবাদিকের বাড়িতে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:২৪ এএম, ০৪ নভেম্বর ২০২১

পাবনার বেড়ায় আখতারুজ্জামান আখতার নামের এক সাংবাদিকের গ্রামের বাড়ির বাইরের রাস্তায় বোমাসদৃশ তিনটি বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে ওই সাংবাদিকের বাড়ির পাশে লাল স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ তিনটি বস্তু দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আখতারুজ্জামান আখতার দৈনিক যুগান্তর, চ্যানেল আইয়ের পাবনার স্টাফ করেসপন্ডেন্ট ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

সাংবাদিক আখতারুজ্জামান আখতারের বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শামসুর রাহমান মিয়া বলেন, সস্ত্রীক এ বাড়িতে বসবাস করে আসছি। চার ভাই চাকরি সূত্রে ঢাকা, পাবনা ও রাজশাহীতে থাকেন। আমাদের সঙ্গে কারো কোনো বিরোধ নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাবনায় সাংবাদিকের বাড়িতে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

তিনি আরও জানান, সকালে আবুল কাশেম নামের এক প্রতিবেশী প্রথমে বস্তুগুলো দেখতে পান। তার ডাকেই গেট খুলে ঘরের পাশে বোমাসদৃশ বস্তুগুলো দেখতে পান। তাৎক্ষণিক তিনি পুরানভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এএম রফিকুল্লাসহ পুলিশকে জানান।

ঘটনাস্থলে থাকা আমিনপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জানান, বাড়ির গেটের পাশে রাখা বোমাসদৃশ বস্তু তিনটি কী- তা বোঝা যাচ্ছে না। এ বিষয়ে বোম এক্সপার্টরা আসলে বলা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।