মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ গঠন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি রকিবুদ্দিন আহমেদ বলেন, গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। ওই মামলায় গ্রেফতার মামুনুল হককে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করি। এরপর শুনানি শেষে আদালত চার্জ গঠনের অনুমতি দেন। এরমধ্যে দিয়ে মামুনুল হকের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে।
আদালতের পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সোনারগাঁর থানার ধর্ষণ মামলায় মামুনুল হককে আদালতে আনা হয়েছিল। আদালত তার বিরুদ্ধে বিচার কাজ শুরুর অনুমতি দিয়েছেন। এরপর তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম