পুকুর থেকে বস্তাবন্দি ৩৬ মৃত কবুতর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০২ নভেম্বর ২০২১

বরগুনার আমতলীতে পুকুরে ভাসমান বস্তাবন্দি ৩৬টি বিদেশি জাতের মৃত কবুতর উদ্ধার করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। কবুতরগুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

স্থানীয় সূত্র জানায়, চলাভাঙ্গা গ্রামের প্রবাসী আল মামুন তার বাড়ির ছাদে ১৮ জোড়া কবুতর পুষতেন। সব কবুতরই ছিল উন্নত ফেন্সি (বিদেশি) জাতের। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে আল মামুনের স্ত্রী আমেনা খাতুন খাবার দিতে গিয়ে দেখেন ঘরে কোনো কবুতর নেই। তিনি ধারণা করেন কবুতরগুলো হয়তো চুরি হয়ে গেছে।

সোমবার সন্ধ্যার দিকে আমেনা খাতুন পুকুরে দুটি বস্তা ভাসতে দেখেন। তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে তারা এসে বস্তা খুলে দেখেন ভেতরে ইটের টুকরো ও ১৮ জোড়া কবুতর।

কবুতরের মালিক আল মামুনের ভাই নজরুল ইসলাম বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে অবুঝ পাখিদের এভাবে মেরে ফেলতে হবে! তিনি আরও বলেন, আল মামুন শখ করে কবুতর পুষতেন। বিদেশ থেকে এলে সারাদিন কবুতরের পেছনেই সময় দিতেন। যারা এ কাজ করেছেন তারা অমানুষ।

মামুনের স্ত্রী আমেনা খাতুন বলেন, বস্তা খোলার পর কবুতরগুলো এ অবস্থায় দেখে আঁতকে উঠি। বস্তা যাতে ভেসে না ওঠে সেজন্য ইট বেঁধে রাখা হয়েছিল। কবুতরগুলো যদি নিয়েও যেতো তাহলেও কষ্ট কিছুটা কম পেতাম।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি সত্যিই হৃদয়বিদারক। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।