আদালত চত্বরে মারামারি, আ’লীগের বিদ্রোহী প্রার্থী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০২ নভেম্বর ২০২১

আদালত চত্বরে বাদী ও বিবাদীর মধ্যে মারামারির মামলায় কুদরত-ই খুদা মিলন নামে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ নভেম্বর) পঞ্চগড়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মো. মতিউর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুদরত-ই খুদা মিলন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান।

আদালত সূত্র জানায়, ১৬ সেপ্টেম্বর পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে বাদী ও বিবাদীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মজিবর রহমান বাদী হয়ে ওই ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন- তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের বালুবাড়ি এলাকার আবদুল হামিদ (৪০), একই উপজেলার বাইনগঞ্জ এলাকার নুর ইসলাম (৩৮), পাগলীডাঙ্গী এলাকার সেলিম রানা (২৫), জায়গীর জোত এলাকার আজিজার রহমান (৪৭), ঝাঁড়ুয়াপাড়া এলাকার ফারুক হোসেন (২৫) ও সাইদুল ইসলাম (৩৮)।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে কুদরত-ই খুদা মিলন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সফিকুল আলম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।