সাভারে বখাটেদের হামলায় দুই পুলিশ আহত, গ্রেফতার ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০২ নভেম্বর ২০২১

সাভারের বিরুলিয়ায় বখাটেদের হামলায় শিল্প পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (১ নভেম্বর) বিকেলে বিরুলিয়া বাসস্ট্যান্ডে হানিফের চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন-আশুলিয়া শিল্প পুলিশ-১ এর কনস্টেবল নুর হোসেন ও সৌরভ কুমার।

এ ঘটনায় মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সাভার মডেল থানায় একটি মামলা করেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর কনস্টেবল সৌরভ কুমার।

গ্রেফতার বখাটের নাম জুয়েল মিয়া (২৬)। বাকি অভিযুক্তরা হলেন-রুবেল মিয়া (৩০), কামাল মিয়া (২০), মোহাম্মদ আলী (৩৫), ইলিয়াস মিয়া (৩৫), করিম মিয়া (২৫), সজল মিয়া (২৪), তোতা মিয়া (৩৫), ফয়সাল মিয়া (৩০), লোকমান মিয়া (৩৫) ও লাল্টু মিয়া (৪৫)।

পুলিশ জানায়, শিল্প পুলিশের ওই দুই সদস্য সরকারি ডাক বিলি করার জন্য পুলিশের হেডকোয়ার্টার থেকে নিজ কর্মস্থল সাভারে ফিরছিলেন। এসময় বিরুলিয়াতে বাসের জন্য হানিফের চায়ের দোকানে অপেক্ষা করছিলেন তারা। তখন বখাটে জুয়েল ও তার সঙ্গীরা দোকানে তর্ক ও হট্টগোল শুরু করেন। কনস্টেবল নুর হোসেন ও সৌরভ কুমার পুলিশ পরিচয় দিয়ে তাদের থামানোর চেষ্টা করেন। তখন জুয়েল ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে তাদের বাঁশ দিয়ে মারধর শুরু করেন। নুর হোসেন মাথায় আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক বখাটেকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।