কবর খুঁড়ে ৩ কঙ্কাল চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০২ নভেম্বর ২০২১

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের নাকাটি কবরস্থান থেকে ৩টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (১ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

চুরি যাওয়া লাশগুলো নাকাটি গ্রামের মৃত নায়েব আলী, আবু ছামা ও বেলাল উদ্দিনের। তারা ৭-৮ মাস আগে মারা যান বলে জানা গেছে।

কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য সৈয়দুর রহমান কালু জানান, ২০১৭ সালে নাকাটি গ্রামের রেললাইনের পাশে কবরস্থানটি গড়ে তোলা হয়। এখন ২৫-৩০টি কবর রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দেখেন ৩টি কবরের মাটি খোঁড়া ও ৩টি কঙ্কাল উধাও। সোমবার মধ্যরাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে তার ধারণা।

কবর খুঁড়ে ৩ কঙ্কাল চুরি

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছেন স্বজনরা।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।